বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ
- আপডেট সময় : ০৬:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
দীর্ঘ প্রতীক্ষার পর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। আড়ৎগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য। ট্রলারভর্তি ইলিশ নিয়ে সাগর থেকে ফিরে আসছেন জেলেরা। তাদের জালে ইলিশের পাশাপাশি ধরা পড়ছে নানা প্রজাতির মূল্যবান সামুদ্রিক মাছ। অন্যদিকে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় হাসি ফুটেছে বোট মালিক ও জেলেদের মুখে। ক্রেতারা বলছেন, দামও কিছুটা সহনীয় পর্যায়ে।
এটি দেশের অন্যতম প্রধান মৎস্য অবতরণ কেন্দ্র। যেখানে ডিঙি নৌকায় ঝুড়ি নিয়ে মোকামে তোলা হচ্ছে ছোট-বড় ইলিশ। কারো দম ফেলারও সময় নেই। কেউ বরফ ভাঙছে, কেউ ইলিশ ফাইলে ব্যস্ত। কাঙ্ক্ষিত দাম পেয়ে ট্রাকে ট্রাকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ইলিশের চালান পাঠাচ্ছেন ব্যবসায়ীরা।
গুরুত্বপূর্ণ এই মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছ যাচ্ছে দেশের বাইরেও। মাঝিমাল্লারা বলছেন, সাগরে জাল ফেলতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ।
এদিকে, হাজার হাজার ইলিশ দেখে স্বস্তি ফিরেছে মৎস্য ব্যবসায়ীদের মাঝে। সরবরাহ বাড়লেও বড় মাছের দাম একটু বেশি বলে জানান ব্যবসায়ীরা।
বৈরী আবহাওয়া এবং ২২ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ছোট বড় ট্রলারগুলো ফিরছে বিপুল পরিমান মাছ নিয়ে।
কক্সবাজারে দুই লাখের বেশি জেলে থাকলেও নিবন্ধিত মাত্র ৬৩ হাজার। একইভাবে ১৫ হাজারের বেশি ট্রলারের মধ্যে নিবন্ধিতের সংখ্যা সাড়ে ৫ হাজার।