বঙ্গবাজার অগ্নিকান্ডে বিএনপি জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে : কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
- / ১৬৯৩ বার পড়া হয়েছে
আন্দোলনে ব্যর্থ বিএনপি বঙ্গবাজার অগ্নিকান্ডে জড়িত কিনা- তা খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিকেলে ঢাকার আজিমপুর কলোনি মাঠে- লালবাগ থানা আওয়ামী লীগ আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি।
আন্দোলনে সাধারণ মানুষকে পাশে না পেয়ে বিএনপি বঙ্গবাজারে আগুন লাগানোর কাজে জড়িত থাকতে পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা খতিয়ে দেখবে সরকার বলেন,
বিএনপি রমজানেও সাধারণ মানুষের কথা চিন্তা না করে বিভিন্ন কর্মসূচি দেয়ার পরিকল্পনা করছে। তবে, তাদের কর্মসূচিতে যেখানেই মানুষের দুর্ভোগ হবে সেখানে আওয়ামী লীগ পাশে থাকবে বলেও জানান ওবায়দুল কাদের।























