বঙ্গবন্ধু বিপিএলে শনিবারেও রয়েছে দুই ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ জানুয়ারী ২০২২
- / ১৫১৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে শনিবারেও রয়েছে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুপুর সাড়ে ১২টায় শুরু হবে এই ম্যাচ।
সন্ধ্যায় আরেক বিগ ম্যাচে লড়বে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও মিনিস্টার গ্রুপ ঢাকা। বিপিএলের দুই শিরোপা জিতে উজ্জ্বল- কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে তারা। ইমরুল কায়েস, লিটন দাস, মমিনুল ও মোস্তাফিজদের নিয়ে শক্তিশালী দল গড়েছে কুমিল্লা। দলের বিদেশী খেলোয়াড় ফাফ ডু-প্লেসি, সুনিল ও ওশানে থমাসরাও টি-টুয়েন্টি ফরম্যাটে কার্যকরী। অন্যদিকে, দলে বড় কোন তারকা না থাকলেও মোসাদ্দেক, মিথুন ও রবি বোপারাদের নিয়ে বেশ আশাবাদী সিলেট। এদিকে, প্রথম ম্যাচে হারলেও ঢাকার বিপক্ষে জয় পেতে মরিয়া চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।