বঙ্গবন্ধু নবম বাংলাদেশ অলিম্পিক গেমসের লোগো ও মাস্কট উন্মোচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৮২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু নবম বাংলাদেশ অলিম্পিক গেমসের লোগো ও মাস্কট উন্মোচন করা হয়েছে। মাস্কট করা হয়েছে শান্তি’র প্রতীক কবুতরকে। বঙ্গবন্ধুর জন্মস্থান থেকে জ্বলবে মশাল, তবে কে বহন করবে তা এখনো চূড়ান্ত করেনি বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন।
মোট ১ হাজার ৩৩৮ পদকের জন্য লড়বে অ্যাথলেটরা। যার মধ্যে সমান ৩৯৬টি করে স্বর্ণ ও রৌপ্য পদক। আর ব্রোঞ্জের সংখ্যা ৫৪৬টি। নবম অলিম্পিক গেমসকে সামনে রেখে জানুয়ারি থেকে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। স্বল্প সময় হওয়ায় বেগ পেতে হয়েছে, তবে বিশেষ আয়োজন বলে মানিয়েও নিয়েছেন আয়োজকরা। এমন আয়োজন মুজিব বর্ষে পাবে বাড়তি কদর। পাশাপাশি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে উদ্বোধনী অনুষ্ঠানে আলাদা চমক রাখতে চায় বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন। ১ এপ্রিল থেকে মাঠে গড়াবে নবম আসর। শেষ হবে ১০ এপ্রিল।