বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল বলে উল্লেখ করেন সরকার দলীয় সংসদ সদস্যরা। বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ আলোচনায় আংশ নিয়ে তারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন সোনার বাংলায় পরিনত হচ্ছে। এদিকে, স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রীর সূচনা লগ্নেও দেশে এখনো কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলে দাবি করেন বিএনপির সংসদ সদন্য রুমিন ফারহানা। তিনি বলেন, উন্নয়নের বিষে আজ লাল বাংলাদেশ। সরকারের মুখে শুধু উন্নয়নের জয়গান, গণতন্ত্রের কোন কথা নেই বলেও অভিযোগ করেন তিনি। বিএনপি’র আরেক সংসদ সদস্য হারুনুর রশিদ বলেন, ভয়াবহ দুর্ণীতিতে নিমজ্জিত বাংলাদেশ। এসব থেকে বের হতে না পারলে দেশ কাংখিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না বলে জানান তিনি। অধিবেশনে সংসদ নেত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।