বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি শান্তি পদক অর্জন নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / ১৬৬৩ বার পড়া হয়েছে
দেশের বিরুদ্ধে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে চক্রান্ত চলছে তা রুখতে স্বাধীনতার পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি শান্তি পদকের মত এতো বিশাল অর্জন নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। সকালে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বিশ্ব শান্তি এবং সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা ।
২৩ মে বঙ্গবন্ধুর জুলি ও কুড়ি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উপলক্ষ্যে ‘বিশ্বশান্তির অগ্রদূত বঙ্গবন্ধু’ শিরোনামে গোল টেবিল আলোচনার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ।
অনুষ্ঠানে দেশ এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক শান্তি পদক প্রবর্তনের দাবি জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে দেশি বিদেশি চক্রান্তকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বঙ্গবন্ধুর বিশাল এই অর্জনের গৌরবগাঁথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।