বগুড়ায় গ্রামে গ্রামে এখন সবজি বিপ্লব চলছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বগুড়ায় গ্রামে গ্রামে এখন সবজি বিপ্লব চলছে। আগাম জাতের সবজি চাষে দিন বদলাচ্ছে কৃষক। পাল্টে যাচ্ছে হাজার হাজার কৃষকের ভাগ্য। অভাবের দিন ঘুচিয়ে তারা এখন নতুন জীবনের স্বপ্ন দেখছেন।
যে জমিতে ধান চাষ করে খাবার জুটত না, সেখানেই সবজি চাষ করে লাভবান হচ্ছে কৃষক। চাষিদের ঘরে ঘরে এখন দিন বদলের হাওয়া। আর্থিক স্বচ্ছলতায় পাল্টে যাচ্ছে তাদের জীবনযাত্রা।
খরচ অনুপাতে লাভ বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে দিন দিন বাড়ছে সবজি চাষ। ছেলে-মেয়ের লেখাপড়া আর সুন্দর ভবিষ্যতের নতুন স্বপ্ন বুনছেন কৃষক। সবজি চাষ বাড়াতে নানা উদ্যোগের কথা জানায়, কৃষি বিভাগ। বগুড়ায় এবার প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে লক্ষাধিক কৃষক সবজি চাষ করেছেন।