বগুড়ায় এখন থেকে ৯৯৯-এ দ্রুত সাড়া দিতে কাজ করবে ৩টি সুনির্দিষ্ট গাড়ি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
জরুরি প্রয়োজনে ৯৯৯-এ আসা ফোন কলে দ্রুত সাড়া দিতে বগুড়ায় এখন থেকে কাজ করবে তিনটি সুনির্দিষ্ট গাড়ি। বগুড়া জেলা পুলিশের বহরে এই গাড়ি আজ সংযুক্ত হয়েছে।
সকালে রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আবদুল বাতেন এই কর্মসূচির উদ্বোধন করেন। ডিআইজি জানান, যানবাহন স্বল্পতায় অনেক সময় সেবা গ্রহিতা সময়মতো সেবা পাননা। এই সংকট দূর করতেই জেলা পুলিশের বহরে তিনটি গাড়ি যোগ হলো। এখন থেকে বগুড়ার ১২টি উপজেলাবাসী ট্রিপল নাইনে আসা যে কোনো ফোন কলে সাড়া দিতে গাড়ি তিনটি ব্যবহার করতে পারবে। পুলিশের জরুরি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২০১৭ সালে ১২ ডিসেম্বর দেশে ৯৯৯ এর উদ্বোধন হয়। সেই থেকে এ পর্যন্ত ৯৯৯ থেকে ২ কোটি ৪০ লাখ কল পাওয়া গেছে। কিন্তু যানবাহন সংকটে জরুরি সেবা দিতে পুলিশ হিমশিম খাচ্ছিল।




















