বগুড়া শহরতলীর ভাটকান্দিতে ওয়াজেদ হোসেন ঝন্টু নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, ভাটকান্দি ব্রিজ এলাকায় হোটেলে বসে নাস্তা করার সময় দুর্বৃত্তরা ঝন্টুকে ঘেরাও করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে একজনকে আটক করে পুলিশে দেয়া হয়। পেশায় টাইলস মিস্ত্রী ঝন্টুর বিরুদ্ধে বিনি অনুমতিতে জলাশয় থেকে মাছ ধরার অভিযোগে হামলা করে দুর্বৃত্তরা।