বগুড়ার রাজাপুরে বাস চাঁপায় পাঁচজন অটোরিকশা যাত্রী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
ঢাকা-মহাসড়কের বগুড়ার শেরপুর উপজেলার রাজাপুরে বাস চাঁপায় পাঁচজন অটোরিকশা যাত্রী নিহত হয়েছে।
বিকেলে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানায়, হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বগুড়া যাওয়ার পথে একটি সিএনজিচালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নারীসহ ৫ জন নিহত হয়। তবে নিহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।