বগুড়ার ঐতিহ্যবাহী দই কিনে ঠকছেন ক্রেতারা
- আপডেট সময় : ০৪:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮৬৬ বার পড়া হয়েছে
বগুড়ার ঐতিহ্যের সঙ্গে মিশে আছে দই। লোভনীয় এই দইয়ের স্বাদ নেয়ার আগ্রহ সবারই। তবে হালে এই দই কিনে ঠকছেন ক্রেতারা। ওজনে কম দেয়া হচ্ছে, দামও নেয়া হচ্ছে বেশি।
জিআই পণ্যের মর্যাদা পেয়েছে বগুড়ার দই। বিক্রিও বেড়েছে কয়েকগুণ। বগুড়ায় এলে যে কেউই দই কিনতে চান। সবসময় সব দোকানেই চলে জমজমাট কেনাবেচা। আর এই সুযোগেই ক্রেতা ঠকাচ্ছেন কতিপয় দই ব্যবসায়ী। শহরের সাতমাথার চিনি পাতা দইঘর, মহরম আলী দই ঘরসহ কয়েকটি অতিপরিচিত দোকানেও ওজনে কম দেয়া হচ্ছে দিনের পর দিন। ইয়ের হাঁড়িতে ৬৫০ গ্রাম লেখা থাকলেও ওজনে মিলছে ৫৩০ গ্রাম বা তারও কম। আবার দামও নেয়া হচ্ছে ইচ্ছামত। বাহারী নাম দিয়ে লুটে নেয়া হচ্ছে টাকা। দই প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানালেন এই ব্যবসায়ী নেতা। বগুড়ার দইয়ের শত বছরের সুনাম ধরে রাখতে প্রশাসনের প্রতি কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সকলের।