বগুড়ায় গেল কয়েকদিনে দাম কমেছে ইলিশের
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
- / ১৬৪২ বার পড়া হয়েছে
বগুড়ায় গেল কয়েকদিনে দাম কমেছে ইলিশের। ফলে ভিড় বাড়ছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন, অন্তর্বর্তী সরকারের উদ্যোগে মাছ ঘাটে চাঁদাবাজি বন্ধ ও সরবরাহ বেড়েছে। আকার ভেদে প্রতি কেজিতে তিন থেকে ৪’শ টাকা কমেছে।
চড়া দামের কারণে ইলিশের স্বাদ যেনো ভুলতেই বসেছিল বাঙালী। এতদিন যাদের নাগালের বাইরে ছিল ইলিশ, তারাও এখন ছুটছেন ইলিশ কিনতে। ১ কেজি সাইজের ইলিশ ১১ থেকে ১৪’শ টাকা, এক কেজির নিচে ৭০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। রপ্তানি বন্ধ করে এখন থেকে দেশের মানুষ যেন কম দামে ইলিশ খেতে পারে এমন উদ্যোগ নেয়ার দাবি সকলের। চলছে ইলিশের মৌসুম, আগামীতে দাম আরও কমতে পারে এমন কথা জানালেন এই পাইকারি বিক্রেতা ।
বগুড়ার বাজারে ইলিশ আসছে বরিশাল, চাঁদপুর , ভোলা, খুলনা ও পটুয়াখালীর কুয়াকাটা থেকে। প্রতিদিন বিক্রি হচ্ছে ৫০০ মনেরও বেশি।