বগুড়ায় অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ

- আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সরকারিভাবে নিষিদ্ধের পরেও বগুড়ার হাট-বাজারে অবাধে ব্যবহার হচ্ছে পলিথিন শপিং ব্যাগ। পলিথিন ছাড়া ক্রেতাদের হাতে পণ্য দেখাই যায় না। আইনের তোয়াক্কা না করে বাজারে প্রকাশ্যেই কেনা- বেচাও হচ্ছে পলিথিন ব্যাগ। সাধারণ মানুষের অভিযোগ, পলিথিন এর বিরুদ্ধে সরকারের কোন ধরনের কার্যকর উদ্যাগ নেই বললেই চলে। তাই মারাত্মক বিপর্যয়ের শংকায় বগুড়ার সচেতন মহল।
ব্যাগ হাতে বাজারে যাওয়ার চিরাচরিত রীতি এখন অনেকটাই বদলে গেছে। পলিথিন শপিং ব্যাগ ছাড়া এখন যেন হাট-বাজার কল্পনাই করা যায় না। খালি হাতে বাজারে গিয়ে পলিথিন ব্যাগে ভুরি ভুরি পণ্য নিয়ে ফিরছেন সবাই। শহর বা গ্রাম সব জায়গায়ই পলিথিনের ছড়াছড়ি। পরিবেশ রক্ষায় গত বছরের ডিসেম্বর থেকে কাঁচা বাজারে শপিং ব্যাগ ব্যবহারে সরকারের নিষেধাজ্ঞা থাকলেও তা যেনো শুধুই কাগজে-কলমে।
বিকল্প পাটের ব্যাগ বাজারজাত করার উদ্যোগ নিলেও তা কার্যকরী হয়নি। পলিথিন ব্যাগের উৎপাদন ও বিপণন কিছুই বন্ধ করা যায়নি এখনো। প্রতিদিনই বাড়ছে পরিবেশের জন্য ভয়াবহ হুমকি
তবে পলিথিন ব্যবহার বন্ধে অভিযান পরিচালনার কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নিষেধাজ্ঞা কার্যকর না হলে পলিথিন দূষণে আগামী প্রজন্ম আরও বড় বিপর্যয়ের মুখোমুখি হবে বলে আশঙ্কা করছেন সকলেই।