বগুড়ায় অতিবৃষ্টিতে নষ্ট হয়েছে ১৮৮ হেক্টর ক্ষেতের সবজি

- আপডেট সময় : ১২:৪৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কয়েকদিন অতিবৃষ্টিতে বগুড়ায় কৃষকের ১’শ ৮৮ হেক্টর ক্ষেতের সবজি নষ্ট হয়েছে। আর এতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সবজির সরবরাহ। হঠাৎ করেই দ্বিগুণেরও বেশি বেড়েছে সব ধরনের সবজির দাম। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের মানুষ। তবে কৃষি বিভাগ বলছে, পানি নেমে গেলে অল্প সময়ের মধ্যেই বাজারের সংকট কেটে যাবে।
গেল কয়েক বছরের মধ্যে বৃষ্টি যেন এবার ভিন্নরূপ ধারণ করেছে। টানা কয়েকদিন সমানতালে ঝরছে । আর এতেই ক্ষতি হয়েছে মরিচ, আমন ও সব ধরনের সবজি ক্ষেত। গেল কয়েক মাস সবজির দাম স্বাভাবিক থাকলেও এবার বৃষ্টির প্রভাবে সবজির দাম চড়া। বেগুনের কেজি ১’শ টাকা ছাড়িয়ে গেছে। পটল ৮০ টাকা, করলা ১’শ টাকা, মরিচ ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আলু আর পেঁপে ছাড়া ৮০ থেকে ১০০ টাকার নিচে কোনো সবজি নেই বাজারে। আবার লাল শাক, পুইশাক, লাউ শাকের দামও যেন আকাশ ছুঁয়েছে।
সবজি কিনতেই যেন পকেট ফাঁকা অল্প আয়ের মানুষের। বাজার করতে গিয়েই হিমশিম অবস্থা তাদের। সরবরাহ বাড়াতে সরকারি উদ্যোগ নেয়ার দাবি।
তবে কৃষকদের নতুন ফসল চাষের পরামর্শ দেয়া হচ্ছে আর অল্প সময়ের মধ্যেই সরবরাহ ঘাটতি কেটে যাবে জানান, এই কৃষিবিদ।
গত কয়েকদিনে বৃষ্টিতে বগুড়ায় প্রায় ১’শ ৮৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। আর্থিক ক্ষতি প্রায় ৬ কোটি টাকা। আর ক্ষতিগ্রস্ত এসব কৃষকের সংখ্যা প্রায় তিন হাজার কৃষক।