ফ্রান্সে একটি ভবনে বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমে একটি ভবনে বিস্ফোরণে দুই শিশুসহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় আরো বেশ কয়েকটি ভবনে আগুন লাগে।
সেন্ট লরেন্ট-দে-লা-সালঙ্কে অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটির নিচতলা থেকে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে পাশের ভবনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় বেশ কিছু দোকান। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় উদ্বারকর্মীরা। তবে, বিস্ফোরণের কারণে এখনো জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন। স্বজন হারানো পরিবারগুলোকে সমবেদনা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জঁ ক্যাটেক্স।