ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সারকোজির ১ বছরের কারাদন্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ১৫০১ বার পড়া হয়েছে
ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাই সারকোজির ১ বছরের কারাদন্ড হয়েছে। নির্বাচনে অতিরিক্ত অর্থ ব্যয় এবং অবৈধভাবে অর্থ সংগ্রহের দায়ে তাকে এ সাজা দেয় দেশটির আদালত।
২০১২ সালের নির্বাচনী প্রচারণায় এই অতিরিক্ত অর্থ ব্যয় করেন তিনি। রায়ে বলা হয়, সর্বোচ্চ সীমা ২ কোটি ২৫ লাখ ইউরো থাকলেও সারকোজির নির্বাচনী ব্যয় ছিলো দ্বিগুণের বেশি। অযৌক্তিক প্রচারণা ও সমাবেশে এই অর্থ ব্যয় করার পর খরচ লুকানোর জন্য একটি জনসংযোগ সংস্থাও নিয়োগ করেন তিনি। এসব অর্থের উৎস ও সংগ্রহ প্রক্রিয়া অবৈধভাবে হয়েছে বলে জানায় আদালত। এ নিয়ে চলতি বছর দুটি মামলায় সাজাপ্রাপ্ত হলেন সারকোজি। গত মার্চে বিচারককে ঘুষ দেয়ার চেষ্টা এবং বিচারিক তদন্তের গোপনীয় তথ্য হাতিয়ে নেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি।