ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৭৩৫ বার পড়া হয়েছে
ফ্রান্সের রাজধানী প্যারিসে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে আহত হয়েছেন ৩৭ জন। আহ-তদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার সেন্ট্রাল প্যারিসের একটি ভবনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের পর জরুরি কর্মীরা ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান শুরু করেন। এখন পর্যন্ত অন্তত দু’জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিস্ফোরণের আগে সেখানে গ্যাসের তীব্র গন্ধ ছিল। প্যারিসের প্রসিকিউটর লর বেকুউ বলেছেন, বিস্ফোরণটি ভবনের ভেতরেই হয়েছে। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। প্যারিসের পুলিশ প্রধান লরেন্ট নুনেজ জানিয়েছেন, বিস্ফোরণের পর এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন ঘটনাস্থলে গেছেন।