ফ্যাসিস্ট আ’লীগের বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ
- আপডেট সময় : ০৬:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে সারাদেশে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করছে। এদিকে, বরিশালে বিএম কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগের দু’কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা।
সরকারি বিএম কলেজ ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা দু’ছাত্রলীগ কর্মীকে ধরে পুলিশে হস্তান্তর করে। দুপুরে বিএম কলেজ ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল সহকারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ কর্মীকে কোতোয়ালী মডেল থানায় নিয়ে আসে। তাদের দাবি সকাল থেকে আটককৃত ছাত্রলীগ কর্মীরা ক্যাম্পাসে নাশকতা চালানোর পায়তারা করছিল। তাদের মোবাইল ফোন চেক করে প্রমানিত হয় তারা ছাত্রলীগের কর্মী। আটককৃতরা বিএম কলেজের মাস্টার্সের ছাত্র কৌশিক ও রাশেদ।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভারে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।রাত থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় ঢাকাগামী লেনে ব্যারিকেড বসানো হয়।এসময় গণপরিবহন, মাইক্রোবাস ও প্রাইভেটকার থামিয়ে তল্লাশি ও যাত্রীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ জানান,নিরাপত্তা নিশ্চিতে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করছেন।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, পলাতক শেখ হাসিনার সকল যড়যন্ত্র বার বার রুখে দিয়েছে জনগন। বিএনপির নেতাকর্মীরা রাজপথে থাকবে। স্বৈরাচারের দোসররা কোথাও কোন ঘটনা ঘটাতে চাইলে জনগণ তা রুখে দেবে। সকালে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গণজমায়েত কর্মসূচি পালন করেছে।পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে এ কর্মসূচি করে তারা ।
দুপুরে ‘ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের’ আয়োজনে খুলনার হাদিস পার্কের গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শুরুতেই আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
সারাদেশের মত জামালপুরেও ফ্যাসিস্ট এর বিরুদ্ধে অবস্থান কর্মসূচি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। সকালে জেলা বিএনপির আয়োজনে বকুলতলা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ অনেকে। এদিকে জেলা যুবদলের আহ্বায়ক সজিব খানের নেতৃত্বে শহরের গেটপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
পতিত ফ্যাসিস্ট হাসিনা পুনরায় ছাত্র জনতার উপর গণহত্যা চালানোর পরিকল্পনার প্রতিবাদে নরসিংদীর মাধবদীতে অবস্থান কর্মসূচি করেছে মাধবদী ছাত্র-জনতা। সকাল ১০টা থেকে মাধবদী পৌরসভার সামনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই অবস্থান কর্মসূচি পালন করে।