ফোর্বসের ক্ষমতাধর নারীর বার্ষিক তালিকায় ৪৩তম স্থানে শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
ফোর্বসের ১০০ জন ক্ষমতাধর নারীর বার্ষিক তালিকায় আবারো এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। রয়েছেন ৪৩তম স্থানে। তালিকায় ৪০ জন সিইও, ১৯ জন বিশ্বনেতা এবং প্রথমবারের মতো একজন ইমিউনোলজিস্ট এক নম্বর হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকায় এক নম্বরে রয়েছেন মানবহিতৈষী ম্যাককেঞ্জি স্কট, দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ১৮তম বার্ষিক তালিকায় থাকা ব্যক্তিরা এসেছেন ৩০টি দেশ ও অঞ্চল থেকে এবং তারা অর্থ, প্রযুক্তি, রাজনীতি, জনহিতৈষী, বিনোদন ও আরও নানা ক্ষেত্রে কর্মরত । বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে তাঁর চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। তিনি চতুর্থ মেয়াদে জয়ী হন, যা তার টানা তৃতীয় মেয়াদ এবং তার দল বাংলাদেশ আওয়ামী লীগ ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৮৮টি আসনে জয়ী হয়।























