ফের অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার
- আপডেট সময় : ০২:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
- / ১৬২৮ বার পড়া হয়েছে
সরবরাহ সংকটের অজুহাতে ফের অস্থির হয়ে উঠেছে রাজধানীর নিত্যপণ্যের বাজার। প্রতিকেজি সবজিতে ৫ থেকে ১০ টাকা বাড়তি নিচ্ছেন বিক্রেতারা। সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে আরো ১০ টাকা। স্বস্তির খবর নেই মাছ-মাংসের বাজারেও। উচ্চমূল্যের বাজারে মধ্যবিত্তের সংসার যেন আর চলছে না। ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে সরকারের ব্যর্থতার অভিযোগ ক্রেতাদের। তবে বিক্রেতারা বলছেন, সরবরাহের তুলনায় চাহিদা বাড়ায় পণ্যের দাম বাড়ছে।
রমজান জুড়ে ভোক্তাদের ভুগিয়েছে নিত্যপণ্যের দাম। সেই রেশ কাটেনি ঈদের পরও। সপ্তাহর ব্যবধানে নিত্যপণ্যের বাজার হয়ে ওঠেছে আরও অস্থির। এতে চাপ বাড়ছে মধ্যবিত্তের সংসারে।বাজারে চাহিদার তুলনায় সরবরাহ সংকটের অজুহাত দেখিয়ে, মাছ-মাংস-মুরগি ও সবজির দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। শিম, বেগুন, লাউ, পটলসহ সব ধরনের সবজির কেজিতে বেড়েছে ৫ থেকে ১০ টাকা।
ক্রেতাদের দাবি- ঈদের পরও ভোক্তাদের পকেট কাটা অব্যাহত রেখেছে ব্যবসায়ীরা। সরকারের দাম নির্ধারণের তোয়াক্কা করছে না এই অসাধু সিণ্ডিকেট। এদিকে, সপ্তার ব্যবধানে কেজিপ্রতি আরো ১০ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এতে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।
বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে খোলা সয়াবিনের দাম ২ টাকা কমানো হলেও তার প্রতিফলন নেই বাজারে।এদিকে, স্বস্তি নেই মাছ বাজারেও। চড়া বেশিরভাগ চাষের ও দেশি মাছের দাম। বিক্রেতাদের দাবি, বাজারে মাছের সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
সামান্য দাম কমলেও প্রতিকেজি ব্রয়লার মুরগি ২২০ থেকে ২৪০ টাকা, সোনালি মুরগি ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের বাজারে ক্রেতা না থাকলেও, ৭৮০ টাকার নিচে কসাইরা দাম হাঁকছে না। বাজারে সুশাসন প্রতিষ্ঠা করতে না পারায় বিক্রেতারা ইচ্ছেমতো পণ্যের দাম বাড়ানোর সুযোগ নিচ্ছে বলে অভিযোগ সাধারণ ক্রেতাদের।