ফেরি উদ্ধার করতে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী যন্ত্রপাতি দুপুরে এসে পৌছাবে
- আপডেট সময় : ১২:১৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি উদ্ধার করতে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী যন্ত্রপাতি দুপুরে এসে পৌছাবে।
বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মোহাম্মদ ফজলুল রহমান বলেন, ফেরিটির উদ্ধারকাজে অংশ নেবে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ। জেনুইন এন্টারপ্রাইস কোম্পানির ২৫০ টন সক্ষমতার তিনটি ক্রেন উদ্ধারকাজে অংশ নেবে। দুপুর থেকে সংস্থাটির ডুবুরী দল নামবে উল্টে যাওয়া ফেরির ভিতর। সার্চ করে প্রতিবেদন দেবার সিদ্ধান্ত নিবে কিভাবে ফেরি উদ্ধারের কাজ শুরু হবে। গেল বুধবার সকাল পৌনে ১০টার দিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটে আমানত শাহ নামের একটি রোরো ফেরি যানবাহনসহ ডান দিকে কাত হয়ে যায়। ডুবে যাওয়া যানবাহনগুলি উদ্ধার ঘটনার ৪র্থ দিন শনিবার শেষ হয়েছে। রবিবার দুপুরে উদ্ধারকৃত যানবাহন মালিকদের নিকট হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। আজ থেকে ফেরির উদ্ধার কাজ শুরু হবে।