ফেনীতে সংঘবদ্ধ ধ-র্ষ-ণ মামলার আসামি গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
ফেনীর সোনাগাজীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লাতু মিয়াকে গ্রেফতার করেছে রেব। আসামি ১৯ বছর ধরে আত্মগোপনে ছিলেন।
রাজধানীর কারওয়ান বাজারে রেবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, ২০০৩ সালের ১৩ মে গভীর রাতে সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের একটি বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে মাকে অস্ত্রের মুখে বেঁধে রেখে তার সামনেই মেয়েকে ধর্ষণ করে লাতু মিয়া, ফারুক, জাহাঙ্গীর আলম ও কাশেম। ১৩ মে সোনাগাজী থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। চলতি বছরের ১৪ জুলাই জাহাঙ্গীর আলম, আবুল কাশেম ও মো. লাতু মিয়াসহ অভিযুক্ত তিন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। অন্য দুই আসামী কারাগারে আছেন।