ফেনীতে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বারসহ একজন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫০৩ বার পড়া হয়েছে
ফেনীর রামপুর রাস্তার মাথায় অভিযান চালিয়ে প্রায় সোয়া ২ কোটি টাকা মূল্যের ৩০টি স্বর্ণের বার ও প্রাইভেট কারসহ নুরুল ইসলাম নামে একজনকে আটক করেছে রেব।
বিকেলে অভিযান চালিয়ে তাকে আটকসহ এই স্বর্ণ উদ্ধার করা হয়। ফেনী রেবের কোম্পানি অধিনায়ক জুনায়েদ জাহেদী জানান, স্বর্ণ পাচার হবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চেক পোষ্ট বসায় রেব সদস্যরা। এসময় চট্টগ্রাম থেকে আসা একটি প্রাইভেট কারকে থামানোর চেষ্টা করলে চালক দ্রুত পালাতে গেলে তাকে ধাওয়া করে প্রাইভেট কারসহ আটক করা হয়। পরে গাড়ীর ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১শ’ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।