চিকিৎসার নামে রমরমা বাণিজ্যে দিশেহারা ফেনীর সাধারণ মানুষ। চিকিৎসকদের চড়া ফি, অহেতুক টেষ্ট ও বিভিন্ন কোম্পানীর ওষুধ কিনতে বাধ্য করা হয় তাদের। স্থানীয়দের অভিযোগ, গরীব রোগীদের বেলায়ও দেখা হচ্ছে না মানবিক দিক। বিশেষজ্ঞদের মতে, এতে স্বাস্থ্যের ক্ষতি ও টাকা অপচয়ের শিকার হচ্ছে মানুষ।
শহড়জুড়ে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ক্লিনিকে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসক। চেম্বার থেকে রোগী বের হলেই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা প্রেসক্রিপশন চেক করছেন, দেখছেন তাদের ওষুধ লিখেছে কিনা।
ফার্মেসী মালিকরা বলছেন, চিকিৎসক নিজেই নিম্নমানের ওষুধ লিখছেন তাই তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, প্রতিনিয়ত চিকিৎসা ফি বাড়লেও বাড়ছে না সেবার মান। অল্প সময়ে রোগী দেখা হচ্ছে, দেয়া হচ্ছে নানা রকম ওষুধ ও পরীক্ষা।আবার নির্দিষ্ট সেন্টারে টেষ্ট না করালে রিপোর্টও দেখেন না অনেক চিকিৎসক। অনেক চিকিৎসক বাড়তি ওষুধ লিখছেন।
ভুয়া চিকিৎসক কিংবা ক্লিনিক ও হাসপাতালে কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেয়া হচ্ছে। পাশাপাশি ফি নিয়ে কোন নীতিমালা না থাকায় সহসাই এ সমস্যা সমাধান হচ্ছে না।
অতিরিক্ত খরচের ভয়ে অসুখের যন্ত্রণা নিয়েই দিন যাপন করছেন অনেকে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এমন কথা বাস্তবে পরিণত করতে হলে, চিকিৎসকদের মানবিক হওয়ার দাবী স্থানীয়দের।