প্রথমবারের মতো ফুটভলি বিশ্বকাপে অংশ নিয়েই বাজিমাত করলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ সেটে হারিয়েছে লাল সবুজ প্রতিনিধিরা।
ভারতের কেরালার কালিকট বিচে অবশ্য প্রথম সেট ১৬-৯ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পরের দুই সেটে দারুণভাবে ঘুরিয়ে দাঁড়িয়ে জয় তুলে নেয় লাল-সবুজের জার্সিধারীরা। দ্বিতীয় সেটে বাংলাদেশ জয় পায় ১৬-১৩ পয়েন্টে। আর তৃতীয় সেট ১৬-১৪ পয়েন্টের ব্যবধানে জিতে বিশ্বকাপে শুভসূচনা করে বাংলাদেশ। এবারের ফুটভলি বিশ্বকাপে ফ্রান্স, রোমানিয়া, হল্যান্ডসহ বিশ্বের ১৫টি দেশ অংশ নিয়েছে। বিশ্বকাপ চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে প্রথমবার ফুটভলি বিশ্বকাপে অংশ নিতে বুধবার রাতে ভারত যায় বাংলাদেশ জাতীয় ফুটভলি দল।