ফুটবলের দুই মহাতারকার জন্মদিন আজ
- আপডেট সময় : ০৪:০৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
ফুটবলের দুই মহাতারকার জন্মদিন আজ। পাঁচবারে ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো পা দিয়েছেন ৩৮তম বছরে। আর ব্রাজিলের জার্সি গায়ে বিশ্ব মাতানো নেইমারের ৩১তম জন্মদিন।
ফুটবল ইতিহাসের সেরাদের সংক্ষিপ্ত তালিকাতে নিশ্চিতভাবে থাকবে ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। অনেকের মতে সর্বকালের সেরা সি-আর সেভেন। গত দেড় দশকে জাদুকরী ফুটবল উপহার দিয়ে জয় করে নিয়েছেন ফুটবলপ্রেমীদের মন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া তারকাদের একজন তিনি। পাঁচবারে ব্যালন ডি’অর জয়ী এই তারকা ক্লাবপর্যায়ে সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন। আর মেসি-রোনালদোর পর বিশ্বের তৃতীয় সেরা ফুটবলার কে, এমন বিতর্কে সবার আগে আসে নেইমারের নাম। ব্রাজিলের ইতিহাসের পেলের সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা নেইমার এখন পর্যন্ত বিশ্বকাপ বা ব্যালন ডি’অর জিততে না পারলেও ব্রাজিলের সেরাদের কাতারেই রাখা হয় পিএসজির এই তারকা ফুটবলারকে।