ফিলিস্তিন দূতাবাসকে এক কোটি টাকার চেক দিলেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ২২৮৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিন দূতাবাসকে এক কোটি টাকার চেক তুলে দিয়েছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামিম উদ্দিন। তিনি ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, ইসরাইলি পণ্য বয়কট করে হামলার নিন্দা জানাতে হবে।
সকালে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে এসব কথা বলেন শেখ শামীম উদ্দিন। তিনি বলেন, এই কঠিন সময়ে ফিলিস্তিনের বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে।
ইসরাইল ও সহযোগীদের কোন পণ্য না কিনে এবং তাদেরকে সহযোগিতা না দেওয়ার পরামর্শ দেন আকিজ গ্রুপের চেয়ারম্যান। তিনি আকিজ গ্রুপ ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই সঙ্কটের সময়ে শুধু সহযোগিতা নয়, পূর্ণ সমর্থন চান ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।