ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি হামলায় মানবাধিকার সংস্থাগুলোর নীরবতা দুঃখজনক : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
বিএনপির নেতৃত্বাধীন জোটে ঠিক কতটি দল আছে, তা নিয়ে গবেষণা হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নেতাদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বৈঠকে হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও নিয়ে ইইউ রাষ্ট্রদূতের বক্তব্য বিএনপির অপরাজনীতির উপর এক বিরাট চপেটাঘাত। ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার ঘটনায় মানবাধিকার সংস্থাগুলোর নীরবতাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।