ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল
- আপডেট সময় : ০৯:৫২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ফিফা আর্ন্তজাতিক প্রীতি ম্যাচে জয় পেয়েছে দুই ল্যাটিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আলভিসেলেস্তেরা। এ জয়ে রেকর্ড ৩৫ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। অন্যদিকে তিউনিশিয়াকে ৫-১ গোলে হারিয়েছে ব্রাজিল।
মেসিকে ছাড়াই শুরু থেকেই একের পর এক আক্রমনে প্রতিপক্ষের উপর চড়াও হয় আর্জেন্টিনা।
গোল পেতেও অপেক্ষা করতে হয়নি বেশি সময়। ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় লিওনেল স্কলানির শীষ্যরা। লাউতারো মার্টিনেজের দারুন পাসে জ্যামাইকার জালে বল জড়ান তরুন স্ট্রাইকার আলভারেজ।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই একের পর এক আক্রমন চালান প্রতিপক্ষের রক্ষন ভাগে। ৮৬ মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। ডিবক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের দারুণ ফিনিশিংয়ে জ্যামাইকান গোলরক্ষককে পরাস্থ করেন মেসি।
তিন মিনিট পর আবারও মেসির যাদু। এবার ফ্রি-কিকে পরাস্থ করেন জ্যামাইকার রক্ষন দেওয়াল ও গোলকিপারকে।
গোল বন্যার ম্যাচে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। তবে লিড দীর্ঘস্থায়ী হয়নি সেলেসাওদের। সাত মিনিট পরেই সমতায় ফেরে তিউনেশিয়া। আর পরের মিনিটেই আবার এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির আগে আরো দুই গোল সেলেসাওদের। ২৯ মিনিটে প্রতিপক্ষের ভুলে পেনাল্টি পায় ব্রাজিল। সফল স্পট কিকে ব্যবধান বাড়ায় নেইমার। আর ১১ মিনিট পর নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা।
বিরতির পর তিউনিশিয়ার জালে শেষ পেরেকটি ঠোকেন পেদ্রো। জোরালো শটে প্রতিপক্ষের জাল কাপান এই স্ট্রাইকার। বড় জয় নিশ্চিত হয় ব্রাজিলের।