ফিফা আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মে ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
ইন্দোনেশিয়ায় ফিফা আন্তর্জাতিক ম্যাচকে সামনে রেখে অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল। প্রথমবারের মতো নিজেদের ঝালিয়ে নিয়েছেন ফুটবলাররা।
সি জলাক হারুপাত স্টেডিয়ামে প্রায় দুই ঘন্টা নিজেদের প্রস্তুত করেছেন কাবরেরা শিষ্যরা। এ দিন আলাদাভাবে ডিফেন্ডারদের নিয়ে কাজ করেছেন কোচ হাভিয়ের কাবরেরা। এছাড়া গোলরক্ষকদের দিকেও নজড় ছিলো তার। এর আগে, সকালে টিম হোটেলে জিম ও সুইমিংয়ে অংশগ্রহণ করেন ফুটবলাররা। ইন্দোনেশিয়া স্বাগতিকদের হারাতে বদ্ধপরিকর বাংলাদেশ দল। ম্যাচের আগে আরও তিন দিন অনুশীলন করবে সফরকারীরা।