ফারদিন হত্যা মামলায় গ্রেপ্তার বুশরার জামিন শুনানি আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
- / ১৬০৩ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় গ্রেপ্তার বান্ধবী আমাতুল্লাহ বুশরার জামিন শুনানি আজ। ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে এ জামিন শুনানি হবে।
বুশরার আইনজীবী এ.কে.এম হাবিবুর রহমান জানান, গত ৩০ নভেম্বর আবেদনের পর ৫ জানুয়ারি শুনানির দিন ঠিক করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। ফারদিনকে খুন করা হয়েছে দাবি করে রামপুরা থানায় মামলা দায়ের করে তার বাবা নূর উদ্দিন। হত্যা করে লাশ গুমের অভিযোগ আনা হয় মামলার এক নম্বর আসামি বুশরার বিরুদ্ধে। ১০ নভেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। ৫ দিন রিমান্ডের পর এখন তিনি কারাগারে আছেন। গত বছরের ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। মরদেহ ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে।