ফারদিন হত্যার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি পরিস্কার নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২
- / ১৭৬০ বার পড়া হয়েছে
বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি পরিস্কার নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগে শিল্প পুলিশের যুগপূর্তি অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিল্প পুলিশের হস্তক্ষেপে এ খাতে শ্রমিক মালিকের স্বার্থে শৃঙ্খলা ফিরেছে বলে মনে করেন পুলিশ কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
বাংলাদেশ পুলিশের অন্যতম শাখা-শিল্পাঞ্চল পুলিশের যুগপূর্তি উপলক্ষে রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন।
শিল্প পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ব্যবসায়ী নেতারা।
শিল্প পুলিশদের পেশাগত দক্ষতায় শিল্পাঞ্চলে মালিক ও শ্রমিকদের পারস্পারিক কর্মপরিবেশ নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক।
শিপ্লে সাফল্য অর্জিত হলেও ইউক্রেন রাশিয়া যুদ্ধের ফলে কিছুটা প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান সালমান এফ রহমান।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ব মন্দায় বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যার বিষয়ে প্রতিক্রিয়া জানান আসাদুজ্জামান খান কামাল।