ফাঁ’সির দ’ন্ডপ্রাপ্ত আসামীর ছদ্মবেশে কবিরাজী ও জিন নামানোর প্রতারণা
- আপডেট সময় : ১০:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১৭২৯ বার পড়া হয়েছে
প্রতারণার মামলা তদন্তে গিয়ে রেব খুঁজে পেয়েছে ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী। সাজা এড়াতে ছদ্মবেশে কবিরাজী ও জিন নামানোর নামে, প্রতারণা করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। হেমায়েত ওরফে জাহিদ কবিরাজ নামের এই প্রতারককে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে রেব। রেব মিডিয়া কেন্দ্রে সংবাদ সম্মেলন জানানো হয়, বিদেশেও প্রতারণা করেছে হেমায়েত কবিরাজ।
এভাবেই জিন নামিয়ে মানুষের সংসারে অশান্তি, আর্থিকভাবে উন্নয়ন, ব্যর্থ প্রেম সফলসহ নানা অসুখের ওষুধ দেন জাহিদ কবিরাজ। শুধু দেশে নয় ভারতের দিল্লিতে তিন বছর মানুষকে ঠকিয়ে লুটেছেন কোটি কোটি টাকা। এরপর দেশে পালিয়ে আসেন। তার মূল টার্গেটই ছিল নারী।
প্রথমে মিরপুরে শুরু করে প্রতারণা বাণিজ্য। এরপর জনগন বিক্ষুদ্ধ হলে, সেখান থেকে সটকে পড়েন। নতুন আস্তানা গাড়েন আদাবর, মোহাম্মদপুর ও সবশেষ কেরানীগঞ্জে।
সংবাদ সম্মেলনে প্রতারনার এসব কথা জানান, রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক।
রেব বলছে, হেমায়েত ওরফে জাহিদ কবিরাজ ২০০৫ সালে বাগেরহাটের নারী উদ্যোক্তা মনোয়ারা মনু হত্যার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি।
জাহিদ কবিরাজের বিরুদ্ধে মানব পাচার, প্রতারণার আরো দুটি মামলা আছে বলেও জানায় রেব। তবে নকল এনাইডির কারণে সে যে হত্যা মামলার আসামি, তা শুরুতে সনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।