ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর ঢাকা
- আপডেট সময় : ০৭:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
ঈদ ছুটি শুরু হওয়ায় ফাঁকা হতে শুরু করেছে রাজধানীর ঢাকা। মহানগরের সড়কগুলোতে নেই আগের মতো যানবাহনের চাপ। চিরচেনা নগরী এখন ভিন্ন রুপে। নেই যানজট-আর কোলাহল। ঢাকায় যারা রয়েছেন তারা চলাচল করছেন নির্বিঘ্নে ।তবে টার্মিনাল ও পশুর হাটগুলোর পাশে জনসমাগম একটু বেশি ।
বিশ্বের জনবহুল শহরের তালিকায় উপরের দিকে রাজধানী ঢাকার অবস্থান। লাখ লাখ কর্মজীবি এবং শিক্ষার্থীর অস্থায়ী বসবাস এই শহরে। পাশাপাশি বিভিন্ন কাজে মানুষের আসা-যাওয়া নিত্যদিনের। ফলে বছরে দুটি ঈদের জন্য মুখিয়ে থাকে এই রাজধানীবাসী। এবারও তার ব্যাতিক্রম নয়।
বছরের অন্যদিনের মতো সড়কে নেই কোনো যানজট, কোথাও নেই মানুষের ভিড়। ১ দিন বাদে ঈদ তাই বেশির ভাগ মানুষ এরইমধ্যে গ্রামে চলে গেছেন।
তবে টার্মিনাল ও পশুর হাটগুলোতে রয়েছে মানুষের ভীড়। শেষ মুহূর্তে পরিবার পরিজন নিয়ে বাড়ির পথে ছুটছেন অনেকে।
পবিএ ঈদুল আজহা উপলক্ষে গত সোমবার থেকেই ঢাকা ছাড়ছেন মানুষ। তাই,ঈদ ছুটির এই সময়ে শহরবাসীর চেষ্টা একটু প্রাণখুলে নিঃশ্বাস নেয়ার।