ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচন ৫ নভেম্বর। দুপুরে নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ অক্টোবর। এ সময় নির্বাচন কমিশন সচিব জানান, জনসচেতনতা বাড়াতে টিভিসিসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ইভিএমের ব্যবহার তুলে ধরা হবে।
প্রায় ৩ ঘন্টা ধরে কমিশনের অষ্টম বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
এ সময় ফরিদপুর-২ শূন্য আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন তিনি।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে ১৫০ আসনে ইভিএমে ভোট গ্রহনের লক্ষে ইভিএম নিয়ে প্রচারনায় নামার কথাও জানান ইসি সচিব।
সারাদেশ ব্যাপি প্রচারনায় ইভিএমের প্রতি সাধারন মানুষের ভ্রান্ত ধারনা দুর হবে বলেও মনে করেন হুমায়ুন কবীর খোন্দকার ।