ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত
- আপডেট সময় : ১১:৫০:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
- / ১৬৭১ বার পড়া হয়েছে
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলীয় সমস্ত পদ স্থগিত করা হয়েছে। গতরাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ১০ জন আহত হওয়ার ঘটনার পর এই দুই নেতার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, এই উপজেলাতেই কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ও বিএনপির নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের বাড়ি। দু’জনই ওই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।এদিন ঢাকা থেকে শহিদুল ইসলাম বাবুলের আগমন উপলক্ষে শোডাউন ও পথসভার করা হয়। তবে আগের রাতে দু’পক্ষের মহড়া কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় উভয় পক্ষ। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।