প্লাস্টিক বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্ভাবনী এবং কার্যকর সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। রাজধানীর একটি হোটেলে টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সেমিনারে এ কথা জানান তিনি । সেমিনারে বক্তারা প্লাস্টিক পণ্যকে নিষিদ্ধ না করে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিবেশকে সুরক্ষা দেয়ার আহবান জানান। আর বন ও পরিবেশ মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, প্লাস্টিক বর্জ্য পরিবেশ ও জীববৈচিত্রের জন্য মারাত্মক হুমকি।
টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার নীতিমালা বাস্তবায়নে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই এবং ইউনিলিভার বাংলাদেশ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞ ড. এজাজ হোসাইন।
প্লাস্টিক পণ্যকে নিষিদ্ধ না করে পরিবেশকে সুরক্ষিত রাখতে নীতিনির্ধারকদের আরও দায়িত্বশীল হওয়া তাগিদ দেন বক্তারা।
বন ও পরিবেশ মন্ত্রী বলেন, নিয়ন্ত্রণহীন প্লাস্টিক বর্জ্য মানুষের স্বাস্থ্য, পরিবেশ, জীববৈচিত্র্যসহ ইকোসিস্টেমের ওপর বিরূপ প্রভাব ফেলেছে। তাই এর সঠিক ব্যবস্থাপনায় কাজ করছে সরকার
পরিবেশ ও অর্থনীতির স্বার্থেই টেকসই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার উপযোগী কাঠামো তৈরির তাগিদ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।
পরিবেশ রক্ষায় যত্রতত্র প্লাস্টিক বর্জ্য না ফেলারও পরামর্শ দেন সংশ্লিষ্টরা।