প্রয়োজনে করোনা হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসা : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত শয্যা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, প্রয়োজনে ডেঙ্গু রোগীদের চিকিৎসা করোনার জন্য তৈরি হাসপাতালে করা হবে। দুপুরে রাজধানীর শ্যামলীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিধনে সংশ্লিষ্টদের কার্যক্রম আরও বাড়ানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আবুল হোসেন রেসপাইরেটরি সেন্টার ও নিউমোনিয়া রিচার্স সেন্টার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
পরে মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মশা কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমে যাবে। একইসঙ্গে হাসপাতালগুলোতেও কমবে রোগীর চাপ।
ডেঙ্গু রোগীর চিকিৎস্যা সেবা দিতে যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলেও জানান, তিনি।
এডিস মশা নিধনে সরকারের পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।