প্রেসটিমের উর্ধ্বতন সকল পদে নারীদের নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নব নির্বাচিত বাইডেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
প্রেসটিমের উর্ধ্বতন সকল পদে নারীদের নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
প্রেসটিমের নেতৃত্ব দেবেন বাইডেনের প্রাক্তন উপ-প্রচার পরিচালক কেট বিডিংফিল্ড। প্রেস সেক্রেটারি পদটি পেতে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক জেন পাসকি। এ বিষয়ে বাইডেন বলেন,অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, হোটাইট হাউজের গণমাধ্যম দল পুরোটাই নারীদের নিয়ে গঠন করা হয়েছে। দক্ষ, অভিজ্ঞ এই দলটি কাজের ক্ষেত্রে ভিন্নতা নিয়ে আসবে এবং এ দেশকে আগের থেকে আরও উন্নত করে গড়ে তোলার দায়িত্বশীল ভূমিকা রাখবে’, বলে আশাবাদ ব্যক্ত করেন বাইডেন। এদিকে, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শীর্ষ দুই প্রেস সহযোগী হবেন সাইমন স্যান্ডার্স এবং অ্যাশলে এটেনি।