প্রেমিক ও রিক্সাচালকের প্রতারণার শিকার তরুণী উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তায় ফরিদপুরের যৌনপল্লি থেকে বেরিয়ে এসেছেন এক তরুণী৷ মাসখানেক আগে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে ঘর ছেড়েছিলেন তিনি৷
রোববার সন্ধ্যায় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার এসএ টিভিকে বলেন, গত শনিবার রাতে ফরিদপুর শহরের একটি যৌনপল্লি থেকে ১৮ বছর বয়সি ওই তরুণীকে উদ্ধার করা হয়৷ উদ্ধারের পর ওই তরুণী জানান, মাসখানেক আগে প্রেমিকের ডাকে ঘর ছেড়ে প্রতারণার শিকার হন৷ কিন্তু তাকে রেখে পালিয়ে যান প্রেমিক৷
এরপর এক রিকশাচালককে রাতে থাকার জন্য কম টাকার কোনো হোটেলে নিয়ে যেতে বলেন৷ রিকশাচালক তাকে যৌনপল্লিতে বিক্রি করে দেন৷ সেখানে মাসখানেক আটকে রাখা হয় তাকে৷
ওই তরুণী আরও জানান, গত শনিবার তিনি একজন সহৃদয় খদ্দেরের মোবাইল ফোন ব্যবহার করে ৯৯৯ নম্বরে কল দিয়ে তাকে দ্রুত উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে অনুরোধ জানান৷
অতিরিক্ত পুলিশ সুপার জানান, কনস্টেবল মামুনুর রশিদ কলটি রিসিভ করেন৷ তিনি তাৎক্ষণিকভাবে ফরিদপুর কোতোয়ালি থানায় বিষয়টি জানান৷ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীকে উদ্ধার করে৷
দলের নেতৃত্বে থাকা এসআই খায়রুল জানান, শহরের একটি যৌনপল্লি থেকে এক তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে৷
ওই থানার ওসি এমএ জলিল বলেন, উদ্ধার তরুণী বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন৷
ভুক্তভোগীকে তার মা-বাবার জিম্মায় দেওয়া হয়; আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে ওসি জলিল জানান৷
ডয়চে ভেলে