প্রায় ২ হাজার ৪৬০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
প্রায় ২ হাজার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক। সকালে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব প্রকল্পে সরকারি অর্থায়ন ১ হাজার ৬৬৯ কোটি ৩১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে যোগান দেবে ১৮২ কোটি ১৪ লাখ টাকা। পাশাপাশি বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ৬০৭ কোটি ৭০ লাখ টাকা। সভায় অনুমোদিত প্রকল্পগুলো হলো – যমুনা নদীর ডান তীর থেকে সিরাজগঞ্জ জেলার তিনটি গ্রাম সংরক্ষণ, কক্সবাজার জেলায় শুঁটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন, আমিন বাজার-মাওয়া-মংলা ৪শ’ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং ঘোড়াশাল মহাসড়ককে ৪ লেনে উন্নীতকরণ।