প্রায় দু’বছর পর আন্তর্জাতিক সীমান্ত খুলে দিয়েছে অস্ট্রেলিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
করোনা মহামারির প্রকোপে বন্ধ রাখা আন্তর্জাতিক সীমান্ত প্রায় দু’বছর পর খুলে দিয়েছে অস্ট্রেলিয়া। তবে, করোনার টিকা নেয়া পর্যটকরাই শুধু যেতে পারছেন দেশটিতে।
পর্যটকদের জন্য আন্তর্জাতিক সীমান্ত খোলার দিনেই দেশটিতে অর্ধশতাধিক ফ্লাইট নেমেছে। এর মধ্যে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর সিডনিতে অবতরণ করেছে ২৭টি ফ্লাইট। এতে করোনার বিধি-নিষেধে ক্ষতিগ্রস্ত দেশটির পর্যটন খাতে আশার আলো ফিরতে শুরু করেছে। সীমান্ত খুলে দেওয়ায় উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী স্কট মরিসন। অস্ট্রেলিয়ার অর্থনীতির জন্য পর্যটন অনেক বড় খাত। দেশটির মোট কর্মশক্তির প্রায় পাঁচ শতাংশ এই খাতের সঙ্গে যুক্ত। কিন্তু ২০২০ সালের মার্চে দেশটির সীমান্ত বন্ধ করে দেয়ার পর থেকে পর্যটন খাতটি ধুঁকছিল।























