নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের মতো প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে জাতীয় পার্টি
- আপডেট সময় : ০১:১৪:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দিনের মত প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছে জাতীয় পার্টি। সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বরিশাল, খুলনা ও সিলেট বিভাগের প্রার্থীদের।
সকালে বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া শুরু করেন দলের চেয়ারম্যান জিএম কাদেরসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকারে এলাকায় প্রার্থীদের রাজনৈতিক, সামাজিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা আর দলের জন্য অবদানকে গুরুত্ব দিয়ে মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে আগেই জানিয়েছেন দলের নেতারা।
আগামীকাল ঢাকা চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার মধ্য দিয়ে শেষ হবে সাক্ষাৎকার পর্ব। ২৭ নভেম্বর ঘোষণা করা হবে ৩০০ আসনে জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত তালিকা। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু মহাসচিব সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে মোট ১৮০০ এর ওপরে। এখনো অনেকেই অনুরোধ করছেন মনোনয়ন নেয়ার জন্য। ফরম বিক্রি আনুষ্ঠানিকভাবে শেষ, তবে দলের চেয়ারম্যান চাইলে সময় বাড়ানো হবে।