প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। সোমবার রাত সাড়ে ১২টার দিকে জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটার এ তথ্য জানিয়েছে। সংস্থাটির ওয়েবসাইটে বলা হয়েছে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ১৯৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
বিভিন্ন দেশের সরকারি হিসেবে , এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৯৫৬। এর মধ্যে ১৬ হাজার ১০০ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ এক হাজার ৬৫ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে। চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ায় গত ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মৃতের হিসাবে তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৮৯। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ২০৬ জনের।
স্পেনের পর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইরান। দেশটিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৯ জন। এর মধ্যে এক হাজার ৮১২ জনের মৃত্যু হয়েছে।
যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ৪০ হাজার ৮৫৫ জন। এর মধ্যে ৪৮৩ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউইয়র্কে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২০ হাজার ৯৪০ জন। রাজ্যের গভর্নর এন্ড্রু কুমো এক ব্রিফিংয়ে জানান, আক্রান্তের মধ্যে ১৫৭ জন মৃত্যু শয্যায় আছেন।
করোনাভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরবে ২১ দিনের কারফিউ শুরু হয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই কারফিউ আগামী ১৩ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে পর দিন সকাল ৬টা পর্যন্ত ঘরের বাহিরে বের হওয়া নিষিদ্ধ করেছে সৌদি আরব সরকার।
প্রতিবেশী দেশ ভারতে আক্রান্তের সংখ্যা ৪৬৭ জন। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানে আক্রান্ত হয়েছে ৮৭৩ জন। এর মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির ৩০টি রাজ্যে লকডাউনের ঘোষণা দিয়েছে মোদী সরকার।
নেপালে দুজনের শরীরে করোনাভাইরাস পাওয়ার পরই দেশটি লকডাউন করে দেয়া হয়েছে।