প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজন নিহত
- আপডেট সময় : ০২:৪৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে চালকসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের পূর্ব নরহ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত পৌনে ১টার দিকে কুমিল্লা থেকে মনোহরগঞ্জ যাওয়ার পথে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব নরহ গ্রামের মোল্লার টেকে পুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় শাহরাস্তি ফায়ার সার্ভিস পাঁচ জনের মরদেহ উদ্ধার করে। তারা একটি বিয়ের অনুষ্ঠান শেষে কুমিল্লা থেকে চাটখিলে ফিরছিলেন।
সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হায়দার আলী নামে এক দর্জি নিহত হয়েছে। পুলিশ জানায়, মাগরিবের নামাজ পড়ার জন্য রাস্তা পার হয়ে মসজিদে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যশোরগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে ফেলে চাকায় পিষ্ট করে। ঘটনাস্থলেই মারা যান তিনি।


























