প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চভিলাষী ও অবাস্তব
- আপডেট সময় : ০৭:২৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা উচ্চভিলাষী ও অবাস্তব বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা। করোনার প্রভাব শিগগির যাচ্ছে না। ফলে এর নেতিবাচক প্রভাব বিবেচনা করেই বাজেটের বিভিন্ন খাতের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা জরুরি ছিল বলেও মনে করেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। রাজস্ব আহরণ, ব্যয় নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়ন সব ক্ষেত্রেই সরকার বাস্তবতাকে এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ অর্থনীতিবিদদের।
চলমান করোনাভাইরাস প্রকোপের মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে দেশের ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট। ফলে প্রতি বছরের চেয়ে এবারের বাজেটে মানুষের প্রত্যাশা ভিন্ন। সাথে আয় ও ব্যয়ের ক্ষেত্রে সরকারের চ্যালেঞ্জেও ভিন্নতা রয়েছে। চলতি করোনা প্রকোপ দেশের আর্থিক মন্দা কতটা প্রকট হয়েছে, তা প্রকাশ পেয়েছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র হার প্রকাশের মধ্যদিয়ে।
চলতি অর্থবছর সম্ভাব্য প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৫ শতাংশ, যা ২০০৮ সালের বিশ্বব্যাপী মন্দার পর থেকে সর্বনিম্ন। এই মুহূর্তে কৃষি, শিল্প, পরিষেবা, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ অর্থনীতির সব সূচকই নিম্নমুখী। বিদ্যমান পরিস্থিতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে সরকার বেশি মাত্রায় নির্ভর হচ্ছে ঋণের ওপর। এমন প্রতিকূলতার মধ্যেই আগামী ২০২০-২১ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ।
অর্থনীতিবিদদের মতে, করোনার ভয়াল থাবায় অর্থনীতি তছনছ হয়ে গেছে। এই পরিস্থিতিতে অবাস্তব প্রবৃদ্ধি অর্জনের পেছনে না ছুটে আসন্ন বাজেট পুনমূল্যায়নের পরামর্শ দেন অর্থনীতিবিদরা।
অর্থনৈতিক মন্দা এড়াতে গতানুগতিক বাজেটের বাইরে এবার কৃষি ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি অর্থনীতি পুনরুদ্ধার এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার কথা চিন্তা করা উচিত বলে মনে করেন অর্থনীতিবিদরা।