প্রশাসক ও নির্বাচন বোর্ডের সঙ্গে রিহ্যাব সদস্যদের মতবিনিময়

- আপডেট সময় : ০৭:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক নব নিযুক্ত প্রশাসক ও নির্বাচন বোর্ড (২০২৪-২৬) এর সাথে রিহ্যাব সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অদ্য ১০ ডিসেম্বর ২০২৩ তারিখ রবিবার দুপুরে কাওরান বাজারস্থ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিয়ম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও রিহ্যাবে নব নিযুক্ত প্রশাসক জান্নাতুল ফেরদৌস একটি সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সকল রিহ্যাব মেম্বারদের সহযোগীতা কামনা করেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও রিহ্যাব নির্বাচন বোর্ড (২০২৪-২৬) এর চেয়ারম্যান সাদেক আহমদ নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি দেন। সভায় রিহ্যাব নির্বাচন বোর্ড (২০২৪-২৬) এর সদস্য নুসরাত আইরিন ও মোহাম্মদ মশিউর রহমানসহ রিহ্যাব সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।
উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে রিহ্যাব পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত নির্বাচন বোর্ড।