প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এবার ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু : টিআইবি
- আপডেট সময় : ০৬:৫৮:৪১ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৭১৮ বার পড়া হয়েছে
এডিশ মশা নিয়ন্ত্রণে ব্যর্থতা ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এবার ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে টিআইবি। সকালে রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে ডেঙ্গু গবেষণার প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সমন্বয়হীনতা ও কর্তৃপক্ষের গাফিলতিই দায়ী। সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সংস্থার সুশাসনের ঘাটতি থাকায়, মানুষ কাঙ্খিত সেবা পায়নি।
ডেঙ্গু সংকট প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে সুশাসনের চ্যালেঞ্জ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি।
টিআইবির গবেষণা প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৭ হাজার ৬৮০ জন। মারা গেছেন এক হাজার ৩৩৩ জন।
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে বিভিন্ন পর্যায়ে সুশাসনের ঘাটতি অব্যাহত ছিল বলে দাবি টিআইবি’র।
এডিস মশা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেয়া ও চিকিৎসা ব্যবস্থার ঘাটতির কারণে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানান সংস্থাটির নির্বাহী পরিচালক।
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রাখতে বছর ব্যাপী এডিস মশা নিধণ কার্যক্রম পরিচালনার তাগিদ দেন তিনি ।