প্রধান দুই রাজনৈতিক দলকে উদ্যোগী হওয়ার পরামর্শ বিশিষ্টজনদের
- আপডেট সময় : ০৩:২৪:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৭৫০ বার পড়া হয়েছে
সংকট কাটাতে প্রধান দুই রাজনৈতিক দলকে উদ্যোগী হওয়ার পরামর্শ সাধারণ জনগণ থেকে বিশিষ্টজনদের। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যে শংকা তৈরি হয়েছে তা নিয়ে সংশয়ে রয়েছেন দেশের সাধারণ জনগণ। দল দুটির অনড় অবস্থান থেকে সরে এসে জনগণ ও দেশের কথা ভাবলেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। ৫ বছর পর ক্ষমতা ছাড়ার সংস্কৃতি গড়ে তোলাও জরুরি বলে মত তাদের।
১৯৯১ এর সাধারণ নির্বাচনের পর থেকে সব গুলো সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ থেকেছে। ৯৬এ তত্ত্বাবধায়ক সরকারের দাবি বাস্তবায়নের পর থেকে এই সংকট আরো মাথাচাড়া দিয়েছে। ২০০৭ এর নির্বাচন পরবর্তীতে সংবিধান থেকে এই সরকার ব্যবস্থা বাতিল করলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে উঠে।
২০১৪ ও ২০১৮’র বিতর্কিত নির্বাচন নিয়ে জনমনে অনেক শঙ্কা কাজ করছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেমন হবে তা নিয়েও রয়েছে সংশয়।
সংকট দূর করতে সংঘাত কখনোই সমাধান হতে পারে না। দুদলের মধ্যে ইতিবাচক রাজনৈতিক সম্পর্ক থাকার ইতিহাস রচনা দরকার। দু’দলের এক রোখা সিদ্ধান্ত পরিস্থিতি দিনের পর দিন নাজুক করে তুলছে।
তৃণমূল ভোটারদের ভোটে জয়ী হয়ে এমপিরা সংসদে এলাকার প্রতিনিধিত্ব করার সুযোগ পান না। ভোটারদের থেকে সারাবছর বিচ্ছিন্ন থাকার কারণে সুশাসন ও উন্নয়নের ফারাক করা যায় না বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
নির্বাচিত জনপ্রতিনিধি বা সংসদ সদস্যরা ৫ বছর পর ক্ষমতা ছাড়বেন এমন নিয়ম তৈরিতে প্রয়োজনে আইন করা দরকার বলে মনে করছেন সাবেক এই নির্বাচন কর্মকর্তা ।
আইন অনুযায়ী শুধু প্রাকৃতিক দুর্যোগেই যেন নির্বাচনের তফসিল থেকে পিছিয়ে আসতে হয়… সে পরিস্থিতি ও পরিবেশ তৈরি করতে হবে বলে মত সবার।