প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩৫ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
- / ১৭২৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এ বৈঠকে যোগ দেন।
আর প্রধানমন্ত্রী কার্যালয়ে উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে বৈশ্বিক করোনা মহামারির মোকাবিলায় সরকারের নেয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। স্বাস্থ্যখাতে নেয়া বেশ কিছু পদক্ষেপ মুল্যায়ন ও তদারকি করেন প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণ কমাতে সরকারের নেয়া নানা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়। করোনার কারনে বিঘ্নিত জীবনযাত্রা ও স্থবির অর্থনীতিতে গতি ফিরিয়ে আনতে বেশ কিছু পরিকল্পনা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা । বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত বিষয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।